শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৬

শরীয়তপুর ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের আড়াই লাখ টাকা চুরির সময় ২জন আটক

সেপ্টেম্বর ২৫, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শরীয়তপুর শাখার ভেতর থেকে গ্রাহকের ২ লাখ ৬০ হাজার ৮০০ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ী ও স্থানীয়রা।

 

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের পশ্চিম পাশের দুবাই প্লাজার দ্বিতীয় তলা ইসলামী ব্যাংকের নামাজের স্থান থেকে ওই টাকা চুরি হয়।

ভুক্তভোগী ওই গ্রাহকের নাম আব্দুল মোমিন তালুকদার। তিনি শরীয়তপুর আদালতের পশ্চিম পাশের বাজারের মোবাইল ব্যবসায়ী।

ভুক্তভোগী আব্দুল মোমিন তালুকদার বলেন, আমি মোবাইলের ব্যবসা করি। আজ মোবাইল বিক্রির ২ লাখ ৬০ হাজার ৮০০ টাকা ইসলামী ব্যাংকে জমা দিতে যাই। তখন জোহর নামাজের সময় হয়ে যায়। তাই ব্যাংকের ভেতর নামাজের স্থানে আমার টাকার ব্যাগটি সামনে রেখে নামাজে দাঁড়াই। এক সেজদা দেয়ার পর খেয়াল করি আমার টাকার ব্যাগটি নেই।

নামাজ ছেড়ে দ্রুত গতিতে নিচতলা এসে চোর চোর করে চিৎকার করলে অপরচিত দুইজন লোককে দৌড় দিতে দেখে ব্যবসায়ী ও স্থানীয়রা। তখন ব্যবসায়ী ও স্থানীয়রা মিলে ওই দুজনকে টাকার ব্যাগসহ আটক করে। পরে আমি টাকাগুলো ব্যাংকে জমা করি।

পুলিশ ও দুবাই প্লাজার মো. আবুল কালাম সিকদার, আবু বকর হাওলাদারসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, দুবাইপ্লাজার দোতলায় ইসলামী ব্যাংক। ব্যাংকের ভেতর এক গ্রাহকের টাকা চুরি হয়ে যায়। পরে টাকার ব্যাগসহ দুইজন চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ দিয়ে দেয়া হয়।

শাখা ব্যবস্থাপক মো. আ. গাফ্ফার মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এখানে ব্যাংকের কোনও বিষয় নেই। এরপরও যেহেতু ঘটনাটি ঘটেছে। তাই পুলিশ সহায়তা চাইলে সিসিটিভির ফুটেজ দেয়া হবে।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, ব্যবসায়ী ও স্থানীয়রা দুই চোরকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে অসুস্থ দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক ও আশপাশ থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হবে। তবে ভুক্তভোগী মমিন এখনো অভিযোগ করেনি। তিনি অভিযোগ না করলেও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur