হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে শরীয়তপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ১৬ ডিসেম্বর বিকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এ র্যালির উদ্বোধন করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
এসময় নেতৃত্বের র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি আবুল হাসেম তপাদার, মোঃ ইদ্রিস ফরাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক (২) রাশেদ উজ্জামান প্রমূখ।