রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯

শরীয়তপুর প্রিন্ট এন্ড অনলাইন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক মিরাজ

সেপ্টেম্বর ৮, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর প্রিন্ট এন্ড অনলাইন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ সাংবাদিক  মোঃ জামাল মল্লিক দ্বিতীয় বারের মতো সভাপতি ও  ইংরেজি দৈনিক ডেইলি গ্লোবাল নেশনের বিশেষ প্রতিনিধি মিরাজ সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় শরীয়তপুর পৌর হলরুমে সংগঠনের আলোচনা সভা ও নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাবেক সহ-সভাপতি নতুন কমিটির নাম ঘোষণা করেন।

২১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-  সিনিয়র সহসভাপতি পদে দৈনিক আমার সংবাদের শহিদুল ইসলাম (রানা) সহসভাপতি আমার সময়ের ফারুক হোসেন, সহসভাপতি আমাদের শরীয়তপুরের সানজিদ মাহমুদ সুজন, সাদী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে দৈনিক জনতার নূরুজ্জামান শেখ, সহ-সাধারন সম্পাদক পদে রুদ্রবার্তার আনিছুর রহমান, স্বদেশ প্রতিদিনের  এসএম স্বাধীন, অগ্নি শিখার নাছির উদ্দীন, আলোকিত সকালের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে  যায়যায়দিনের ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ই-নিউজের মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক পদে হৃদয়ে শরীয়তপুরের শাওন, দপ্তর সম্পাদক পদে জবাবদিহীর মাহফুজ হোসেন লিটু, ক্রীড়া সম্পাদক পদে হৃদয়ে শরীয়তপুরের সাহেদ বাবু,

কার্যনির্বাহী সদস্য তৃতীয়মাত্রার জাবেদ শেখ, দেশের কন্ঠের ফরহাদ হোসেন ঢালী, অপরাধ দমনের আবু তালেব ঢালী,  ঢাকা রিপোর্টের রাসেল, গোলাম মর্তুজা।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur