শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৫

শরীয়তপুর পৌরসভায় ৫৬ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা

জুন ২৯, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুর পৌরসভায় ৫৬ কোটি ২২ লাখ ২৮ হাজার ৬৫১ টাকার ২০২২ ও ২৩ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার শরীয়তপুর পৌরসভার হল রুমে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন।

বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা এনামুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু বেপারী, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বেপারী, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন খান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ঢালী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন খান, মহিলা কাউন্সিলর ফেরদৌসী আক্তা, মাহামুদা খানম, ইমু আক্তার প্রমুখ।

সার্বিক বাজেট(রাজস্ব ও উন্নয়ন) মোট রাজস্ব বাজেট আয় ১০৬২২০৯১০ ব্যয় ২৪২০০০০০।মোট উন্নয়ন খাতে প্রাপ্ত আয় ৪৪২৯০০০০০ ব্যয় ৪৩৬৯৫০০০। মোট বাজেট আয় ৫৪৯১২০৯১০ ব্যয় ৫৪১৪৯৮০০০। প্রারম্ভিক স্থিতি (রাজস্ব ও উন্নয়ন)১৩১০৭৭৪১ সমাপনী স্থিতি ২০৭৩০৬৫১। সর্বমোট বাজেট ৫৬২২২৮৬৫১টাকা।

 

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur