মোহাম্মদ জামাল মল্লিক :
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, বীরত্বগাঁথা, ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান”শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৬ মার্চ বিকাল ৪টায় শরীয়তপুর পৌরসভার আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মোঃ শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)মোঃ সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব রাজ্জাক, শরীয়তপুর পৌরসভার সচিব এনামুল হক প্রমুখ।