মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৫

শরীয়তপুর পৌরসভায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

এপ্রিল ১৮, ২০২২            

মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শরীয়তপুর পৌরসভায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। সোমবার ১৮ এপ্রিল সকালে শরীয়তপুর পৌরসভা কার্যালয়ে ভিজিএফ চাউল বিতরণ করেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন। শরীয়তপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ৪৬২১টি পরিবারের মাঝে ভিজিএফ-এর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারী, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ বিল্লাল হোসেন খান, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ঢালী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম মোল্লা সহ পৌরসভার ত্রাণ কমিটির সদস্যরা।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur