হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে অসহায় দরিদ্র ৩ শত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । সোম ও মঙ্গলবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডে অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগ নেতা মোঃ শহর আলী ফকির।
শরীয়তপুরে করোনা দুর্যোগে ও বিগত সময়ে জেলা যুবলীগ নেতা মোঃ শহর আলী ফকির ও তাঁর পরিবার অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রতিবছর সাহায্য সহযোগিতা করে আসেন।
এ বিষয়ে জেলা যুবলীগ নেতা শহর আলী ফকির বলেন, আমি আমার স্বার্থের মধ্যে দিয়েই গরিবের পাশে থেকে তাদের সহযোগিতা করে আসছি। সবাই দোয়া করবেন আমি যেনো সব সময় তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারি।