শুক্রবার ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৮:৩০

শরীয়তপুর ধানুকায় অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

নভেম্বর ৭, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর সদর পৌরসভার ৭নং ওয়ার্ড ধানুকা এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে মালিকপক্ষকে ৫০ হাজার টাকা ও ড্রেজার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ৫নভেম্বর দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে পুকুরটির ভরাটকাজ বন্ধ করে এই জরিমানা কেরেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন। সহকারি পরিচালক রাসেল আহমেদ, পরিবেশ অধিদপ্তরসহ পালং মডেল থানা পুলিশের একটি দল। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ আইন ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী, পূর্বানুমোদন না নিয়ে পুকুর ভরাট করার অপরাধে অপরাধীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত,২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘনে এবং একই আইনের ১৫(১) ধারার টেবিল ক্রমিক নং ৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর মালিকপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদ- এবং ড্রেজার মালিককে একই আইনে পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, পৌর সদরে চাইলেই যেকোনো পুকুর ভরাট করা যাবে না। অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে অপরাধীদের অর্থদ- প্রদান করা হয়। উপস্থিত পুকুর মালিককে সতর্ক করা হয় ভবিষ্যতে এধরনের অপরাধ না করার জন্য। করলে আইনত কঠোর ব্যবস্থা নেয়া হবে। জলাধার রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur