হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
আবারও শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন, আনোয়ার কামাল ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ নুরুল আমীন রতন। শনিবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত হন তারা।
সম্মেলনে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা আব্দুর রব মুন্সী। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা ছিলেন, সাধারন সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। বিশেষ অতিথি, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি আলী আসগর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, আলহাজ্ব মো. হারুন অর রশিদ, কামাল উদ্দীন, জিএম নুরুল হক, মোঃ রফিকুল ইসলাম।
উল্লেখ্য, আনোয়ার কামাল এবার দ্বিতীয় বারের মতো সভাপতি ও শেখ নুরুল আমীন রতন তৃতীয় বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হলেন।