মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুরঃ
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে নড়িয়া উপজেলা (৪নং ওয়ার্ড) থেকে সদস্য প্রার্থী আলী আজগর চুন্নু মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোয়নপত্র জমা দেন তিনি।
মোঃ আলী আজগর চুন্নু নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন মৃধা, জেলা যুবলীগ নেতা শাহিন খান জয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহিদুল দেওয়ান, সিরাজ বেপারী, ফতেজঙ্গপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপু ছৈয়াল, যুবলীগ নেতা শামীম বেপারী, কেদারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তপন ছৈয়াল প্রমূখ।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৯৮ ।
ভোটাররা হলেন উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, ১টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং উপজেলা পরিষদের ১ জন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান।