হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ উপজেলায় ২ জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭-অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রিজাইটিং কর্মকর্তা।
শরীয়তপুর সদর, জাজিরা ও ডামুড্যা উপজেলায় ১নং সংরক্ষিত মহিলা আসনে টেবিল ঘড়ি মার্কা নিয়ে ২৮৩ ভোট পেয়ে আসমা আকতার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমা ফজল হরিণ মার্কা নিয়ে ১২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় ২নং সংরক্ষিত মহিলা আসনে এ্যাডভোকেট হাবিবুন নাহার নিপা ফুটবল মার্কা নিয়ে ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোহিনুর সুলতানা মাইক মার্কা নিয়ে ১৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।