হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা (৩নং ওয়ার্ড) থেকে সদস্য প্রার্থী সৈয়দ ইকবাল হোসেন ওসমান মীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের কার্যালয়ে এই মনোয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গনি মাদবর,সাধারণ সম্পাদক, ইউপি সদস্য গণ উপস্থিত প্রমূখ।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০৭ ।
ভোটাররা হলেন উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, ১টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং উপজেলা পরিষদের ১ জন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান।