হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ছাবেদুর রহমান খোকা সিকদার। বুধবার ১৪ সেপ্টেম্বর দুপুরে তিনি নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম দফাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার প্রমুখ।
আগে তিনি শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগদেন সরকার। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ছাবেদুর রহমান খোকা সিকদারও দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত।