শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:১১

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.সাঈদ, সম্পাদক এ্যাড.তাজুল

ফেব্রুয়ারি ২৬, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এ্যাডভোকেট মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার ২৫ ফ্রেরুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ।

নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এ্যাড. কামরুল হাসান শাহআলম, সহ-সভাপতি এ্যাড. রাকিবুল হক রোমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল হক হাওলাদার, অর্থ সম্পাদক  এ্যাড. আবুল কাশেম সরদার, অডিট এ্যাড. জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড.আসিফ হোসেন সেজান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), লাইব্রেরি সম্পাদক এ্যাড. মঈনুল হোসেন অদুদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সদস্য এ্যাড. আতাউর রহমান সোহেল,এ্যাড. ড. আমিনুল ইসলাম, এ্যাড. আবুল কাশেম ফজলুল হক, এ্যাড. আলমগীর হোসেন হাওলাদার, এ্যাড. মো. শহিদুল ইসলাম সজিব।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur