মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুরঃ
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যে প্রতি বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় শরীয়তপুরেও পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হয়েছে। ২০২৩ সালের প্রথম দিনে নতুন শ্রেণির জন্য বিনামূল্যে বই পেতে স্কুল ও মাদ্রাসার লাখ লাখ শিশু এ উৎসবে যোগ দিয়েছে। রবিবার ১জানুয়ারি শরীয়তপুর জেলার সুনামধন্য ৪৪নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে কয়েক লাখ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে এ উৎসব পালন করা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুন নাহার, ৪৪নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ।