মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর:
শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদের বিশেষ উপহার হিসেবে ১৭০ গৃহহীন পরিবার পেল পাকা ঘর। মঙ্গলবার ২৬ এপ্রিল বেলা ১১টায় গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ আনুষ্ঠানিক কাগজপত্র হস্তান্তর ও ঘরের দখল বুঝিয়ে দেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ, জেলা পরিষদের প্রদান নির্বাহী মো. শামীম হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই প্রমূখ।
এদিকে, আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে ১৭০টি হাস্তান্তরসহ জেলায় এ পর্যন্ত ২’হাজার ২১৮টি ঘর গৃহহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে।