হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
কনকনে ঠান্ডা কুয়াশা অপেক্ষা করে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার পঞ্চম ধাপে ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখোর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রগণ শুরু হয়েছে। তবে কোথাও কোথাও কিছুটা অনিয়ম হলেও কেনো অশান্তির খবর পাওয়া যায়নি রবিবার সকাল ৮ টা হতে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীনভাবে চলবে ৪টা পর্যন্ত। এই উপজেলায় ১৫ টি ইউনিয়নে ১৩৬ টি কেন্দ্রে মোট ১লাখ ৮৭ হাজার ৪শত ৬২ জন ভোটার ৫১০টি কক্ষে ভোট প্রদান করবেন। নড়িয়া উপজেলার ইউনিয়ন গুলো হলো ভোজেশ্বর ইউনিয়ন, নশাসন, রাজনগর, মোক্তারের চর, চর আত্রা, নওপাড়া,ঘড়িসার, কেদারপুর, ভুমখাড়া, ডিঙ্গামানিক, ফতেজঙ্গপুর, বিঝারী, জপসা, চামটা ও জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন। নির্বাচনে ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৭ জন, ১৪ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সদস্য ২ ও মহিলা সংরক্ষিত সদস্য একজন নির্বাচিত হয়েছেন।
বুধবার ৫ জানুয়ারী সকাল ১০টায় দিকে ভোজেশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আচুড়া ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় কুয়াশর মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারদের দীর্ঘ লাইন।