মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:১৪

শরীয়তপুরে ১২ থেকে ১৫ জুন শিশুদের ভিটামিন `এ` প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

জুন ৯, ২০২২            

ফোরহাদ ঢালী,স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরে ১২ জুন থেকে ১৫ জুন জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ৯জুন সিভিল সার্জন অফিসের সভা কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে এই তথ্য জানান জেলা স্বাস্থ্য বিভাগ।

শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ এস এম আবদুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে শরীয়তপুরের সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এমও সিএস ডাঃ মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ মোজাম্মেল হক।

ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন জানান, এবার ১ থেকে ৫ বছরের ১লক্ষ ৫০ হাজার ৬শ ১৮ জন এবং ৬ মাস থেকে ১ বছরের ১৯ হাজার ৩শ ৭০ জন শিশুকে জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলবে।

কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur