হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
শরীয়তপুর জেলা শহরের প্রধান ব্যস্ততম সড়কে আরএফএল কোম্পানির রিগ্যাল ফাণিচারের শো-রুমের সাইনবোর্ড বিপদজনক ভাবে ঝুলছিল হাই বোল্ডের বিদ্যুতের তারের সাথে। প্রথমে বিষয়টি নজরে আসে শরীয়তপুরের বিশিষ্ট সাংবাদিক জামাল মল্লিকের। তিনি তাৎক্ষণিক বিষয়টি প্রশাসনের নজরে আনেন। জেলা প্রশাসনের ম্যাসেঞ্জার গ্রুপে তারের সাথে ঝুলে থাকা সাইনবোর্ডের ছবি পোস্ট করে সেখানে তিনি লিখেন, ‘খাজা রিগ্যাল ফাণিচারের সাইনবোর্ড খুলে পরে আছে বিদ্যুৎতের তারের উপর, যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।’
বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই’র নজরে আসলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন এবং ঘটনাস্থলে গিয়ে মালিককে দায়িত্ব দেন দ্রুত সাইনবোর্ডটি অপসারণের। অতঃপর নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে কোন দূর্ঘটনা ছাড়াই সাইনবোর্ডটি বিদ্যুতের তার থেকে অপসারণ করেন। এতে সম্ভাব্য দূর্ঘটনা থেকে রক্ষা পান শরীয়তপুরবাসী।
সাংবাদিক জামাল মল্লিক এ বিষয়ে বলেন, শরীয়তপুর জেলা শহরের প্রধান ব্যস্ততম সড়কে আরএফএল কোম্পানির শো-রুমের একটি সাইনবোর্ড বিপদজনক ভাবে বিদ্যুতের তারের ঝুলছিল। আমি ওখান দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বিষয়টি আমার নজরে আসে। ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমি বিষয়টি প্রশাসনের নজরে আনলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং তিনি নিজে উপস্থিত থেকে সাইনবোর্ডটি অপসারণ করেন। দ্রুত ব্যবস্থা নেয়ায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানাই।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই অপারেশন সাকসেস করে ম্যাসেঞ্জার গ্রুপে তার একটি ছবি পোস্ট করে সেখানে লিখেন, নিজে উপস্থিত থেকে অপসারণ করেছি। তথ্যদাতাকে ধন্যবাদ।’