রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:৫২

শরীয়তপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

অক্টোবর ১৮, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শরীয়তপুরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার ১৮ অক্টোবর সকাল ৭টায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলাবাসির পক্ষে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

এ ছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে যে সকল সর্মসূচি পালন করা হয়, সকাল ১০ টায় জাতীয় পর্যায়ের শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রদর্শন, সকাল ১১ টায় “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” শীর্ষক আলোচনা, সকাল ১২ টায় শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, দোয়া ও প্রার্থনা, সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন ও সন্ধ্যা ৭টায় শরীয়তপুর পৌর মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur