হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
শরীয়তপুরে মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার (১১ মে) বেলা ১১ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান পিপিএম।
তিনি জানান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও নড়িয়া থানার অফিসার ও ফোর্সদের সহায়তায় শরীয়তপুর জেলার বিভিন্ন থানা এলাকায় হতে মোটরসাইকেল চোরচক্রের পাঁচ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন হলেন, আলমাছ খাঁ (২৫) অপূর্ব (৩০), সজিব (২০), সিয়াম ফকির (২০) ও সুমন ফকির (২৬)। এদের সবার বাড়ি শরীয়তপুর সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায়।
তাদের তথ্যের ভিত্তিতে একটি ডিসকভার ১১০ সিসি ও একটি আরটিআর ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির মামলা কোর্টে বিচারাধীন রয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে স্বীকার করে। তাদের কোর্টে প্রেরন করা হয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।