শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪১

শরীয়তপুরে মাস ব্যাপী বঙ্গবন্ধু মেলার উদ্বোধন

মার্চ ৯, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে মাস ব্যাপী বঙ্গবন্ধু মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা, সদর উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সকল অংগ সহযোগী সংগঠনের আয়োজনে শিল্পকলা মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, জাজিরা পৌরসভা মেয়র মোঃ ইদ্রিস মাদবর,

  • জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
© Alright Reserved 2021, Hridoye Shariatpur