শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৪

শরীয়তপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ২৬ মার্চ শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৬টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন এনজিও সহ একাধিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান , জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি  ছাবেদুর রহমান খোকা সিকদার , পৌর মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই প্রমুখ।

এছাড়া শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম শরীয়তপুরে  কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur