ফোরহাদ ঢালী, স্টাফ রিপোর্টার:
সকল অশুভকে দূর করে নতুন বছরকে স্বাগত জানাতে শরীয়তপুরে “মঙ্গল শোভাযাত্রা” ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পহেলা বৈশাখ শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে এই “শুভ নববর্ষ ১৪২৯” মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক হয়ে পৌর অডিটোরিয়ামে এসে শেষ হয়।
উক্ত মঙ্গল শোভাযাত্রায় ও বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান , শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন, সিভিল সার্জন ডা. এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই প্রমুখ।