শুক্রবার ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:১৩

শরীয়তপুরে বয়েজ ও গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মার্চ ২৮, ২০২২            

মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুরঃ

আনন্দমুখর পরিবেশে শরীয়তপুরে পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় (বয়েজ) ও শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে (গার্লস) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত শ শ স্কুল মাঠে এই  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১আসনের এমপি ইকবাল হোসেন অপু । পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমারত হোসেন মিয়া, শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur