শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩১

শরীয়তপুরে বীর মুক্তিযুদ্বাদের মাঝে ডিজিটাল সস্মার্ট কার্ড বিতরণ

জুলাই ২৮, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর সদর উপজেলার যুদ্ধকালীন সময়ের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল স্মার্ট কার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ জুলাই সকাল ১০ টায় সদর উপজেলা কার্যালয়ে, উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই এই কার্ড ও সনদ বিতরণ করেন।

এসময় ১৮৫ জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল স্মার্ট আইডি ও সার্টিফিকেট বিতরন করেন।

ডিজিটাল স্মার্ট আইডিকার্ড পেয়ে আনন্দিত ও উৎফুল্ল আবেগে বীর মুক্তিযোদ্ধারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাতধরে আজ বাংলাদেশ ডিজিটাল হয়েছে। তাই আজ আমরা মুক্তিযোদ্ধারাও সেই ডিজিটাল সেবা ভোগ করছি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur