মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর :
“সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ৭মার্চ জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। জেলা সিভিল সার্জন ডা. এস. এম. আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, সদর হাসপাতালের বতত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।