হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার ১৫আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়।
এরপরে সকাল ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
জেলাবাসীর পক্ষে প্রথমে শরীয়তপুর-১আসনের এমপি ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দীন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরে পর্যায়ক্রমে রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী অফিস ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।