হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার ২১ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্টেডিয়াম ২দিন ব্যাপী এ খেলার উদ্বোধন করা হয়।
উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এ সময় জাতীয় সংগীতের সাথে যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের সফলতা কামনা করেন জেলাপ্রশাসক মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাইদ, সিভিল সার্জন আবু হাদি মোঃ শাহ পরান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন প্রমুখ। এছাড়া শরীয়তপুর জেলার বিভিন্ন সরাকরি দপ্তরের অফিসার, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।