হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাজিরা পদ্মাসেতু এলাকার গোল চত্বরসহ ৩৫শ মিটার সড়ক সজ্জিত করেন জেলা পরিষদ শরীয়তপুর। এছাড়াও বৃহস্পতিবার ১৭ মার্চ শরীয়তপুর জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিশুদের নিয়ে কেক কাটা , জেলা পরিষদ ভবব ও চত্বরে আলোক সজ্জা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন হাওলাদার, আলম বয়াতী,মহিলা সদস্য রাশিদা মির্জা, এ্যাড.রওশন আরা, আসমা আক্তার, নিপা আক্তার, জেলা পরিষদের একাউন্টে জসিম মীর প্রমুখ।