রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ২:৫৪

শরীয়তপুরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

মার্চ ৮, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৮মার্চ সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই নারী দিবস পালিত হয়।

নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালী শেষে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুরের চেয়ারম্যান এ্যাডঃ রওশন আরা বেগম প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur