রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ২:৩৮

শরীয়তপুরে নো মাস্ক নো সার্ভিস,মাস্ক পরুন, সেবা নিন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৪, ২০২১            

মোহাম্মদ জামাল মল্লিক:

শরীয়তপুরে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং “নো মাস্ক নো সার্ভিস’ মাস্ক পরুন, সেবা নিন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, সিভিল সার্জন ডাঃ এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশীদ অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবেদা আফসারী প্রমুখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur