রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ২:৫৮

তুলাসার ইউনিয়নে নির্বাচন পরবর্তী সংঘর্ষ দোকানপাট ভাংচুর, আহত ১২

জানুয়ারি ১৮, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে নির্বাচন পরবর্তী সংঘর্ষে দোকানপাট ও অফিস ভাংচুর করা হয়েছে। সোমবার বেলা ১১ টায়
তুলাসার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জামাল ফকিরের সাথে আড়িগাও বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১২জন আহত হয়েছে।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম ফকির বলেন, নির্বাচনের পর থেকেই আমি ও আমার কর্মী-সমর্থকরা বাজারে গেলে তাদের উপর জেলা বিএনপির নেতা টিপু মাদবর ও জামাল ফকিরের নেতৃত্ব আমার সমর্থকদের উপর হামলা, মারধর ও বাড়ি ঘর ভাংচুর করে আসছে। সোমবার বেলা ১১টার দিকে আমি প্রতিদিনের নেয় আড়িগাও বাজারে মুজিব সৃতি সংসদ কার্যালয়ে বসে ছিলাম হঠাৎ করে বিএনপি নেতা টিপু মাদবর ও জামাল ফকির লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করে। হামলাকারীরা মজিব সৃতি সংসদ ক্লাব ও আমার সমর্থকদের দোকান পাট ভাংচুর করা হয়েছে। তাদের হামলা থেকে অসুখী রোগীও রেহায় পায়নি। হামলায় আমার সমর্থক ৯ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আমার সমর্থক রিফাত খানকে মারধরকরে তার বাড়ি ঘর ভাংচুর করে। আমি এসব নির্যাতনের প্রতিকার চাই।

নবনির্বাচিত চেয়ারম্যান জামাল হোসেন ফকির বলেন, ২৩ ডিসেম্বর শপথ গ্রহণ করার পর ১৮ জানুয়ারি ইউনিয়ন পরিষদে মিলাদের আয়োজন করি। মিলাদে সকল অনুষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য সকালে ইউনিয়ন পরিষদে আসলে হঠাৎ করে আমার এবং আমার সাথে থাকা লোকজনের উপর বোমা হামলা করে। হামলায় আমার অনেক কর্মী-সমর্থকরা আহত হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, ঘটনার সাথে সাথে আমার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur