বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:১০

শরীয়তপুরে নিবির হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আগস্ট ৮, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনির খানের ছেলে হৃদয় খান নিবির হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন, ডোমসার ইউনিয়নের সাধারণ মানুষ।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে হাজারো বিচার প্রার্থীর উপস্থিতিতে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেন। মানববন্ধনে উপস্থিত সকলে হত্যাকারীদের ফাঁসির রায় দাবি করেন এবং দ্রুত রায় কার্যকর করার আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই সোমবার স্থানীয় একটি অপহরণকারী চক্র হৃদয় খান নিবিড়কে অপহরণ করে হত্যা করে। পরে অপহরণকারীরা নিবিড়ের  মা নিপা আক্তারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিপা আক্তার বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ফোন কলের সূত্র ধরে গ্রেপ্তার করে ৪ অপহরণকারীকে। তাদের দেয়া তথ্যমতে ১ আগষ্ট মঙ্গলবার সকাল ৬টার দিকে নিবিরের মাটিচাপা দেওয়া মরদেহ (এমকেবি) ইটভাটা থেকে উদ্ধার করে পুলিশ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur