হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীয়তপুরে নতুন বছর ১৪৩০ বাংলা নববর্ষকে বরণ করলেন জেলা প্রশাসন। শুক্রবার ১৪ এপ্রিল সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন বছর ১৪৩০ বাংলা নববর্ষের একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা এবং পহেলা বৈশাখ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার মোঃ সাইফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার সহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।