হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা, দেশ গরবো সমাজ সেবায়” এই প্রতিপাদ্যের মাঝ দিয়েসারা দেশের ন্যায় শরীয়তপুরেও জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর নানা কর্মসূচি পালন করেছে।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল র্যালি আলোচনা সভা, চিকিৎসা ও শিক্ষা সহায়তা বিতরণ, ভিক্ষুক পুর্নবাসন, বয়স্ক ভাতার বই বিতরণ, ক্ষুদ্রঋণ বিতরণ, হুইল চেয়ার বিতরণ, স্বেচ্ছা সেবী সংস্থার সনদ বিতরণ, বেসরকারি এতিমখানার সনদ বিতরণ, জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ, সম্মাননা ক্রেষ্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকাননে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরাণ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাড. পারভেজ রহমান জন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, নুসার উপ পরিচালক জয়দেব কুন্ডু প্রমুখ।