হৃদয়ে শরীয়তপুর ডেক্স;
শরীয়তপুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন ) শরীয়তপুর যুবউন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
শরীয়তপুর জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইব্রাহিম, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা নড়িয়া উপজেলা।