রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:৪০

শরীয়তপুরে ওয়ালটন ডে’ উদযাপন

মার্চ ২০, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

প্রতিবছরের নেয় শরীয়তপুরে জাতীয় পতাকা ও ওয়ালটন পতাকা উত্তোলন, অবমুক্তকরণ, কেক কাটা, আনন্দ র‌্যালি মধ্যদিয়ে উদযাপিত হলো ‘ওয়ালটন ডে’। রোববার (২০ মার্চ) সকালে শরীয়তপুর ওয়ালটন প্লাজার আয়োজনে এই ওয়ালটন ডে উদযাপন করা হয়।

ওয়ালটন ডে উপলক্ষে সকাল ১১ ওয়ালটন প্লাজা থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক দিয়ে চৌরঙ্গীর মোড় হয়ে বাজার ঘুরে ওয়ালটন প্লাজায় এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ালটন ডে’র কেক কাটেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন মাদারীপুর জোনের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ এনায়েত হোসেন, শরীয়তপুর প্লাজার ম্যানেজার গৌরাঙ্গ হাজরা, কাস্টমার কেয়ার ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন সবুজ প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur