শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৯

শরীয়তপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

মার্চ ৭, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের নেতৃত্বে বিভিণ্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে পুলিশ প্রসাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আনসারসহ আপামর জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতার তর্জনীর ইশারায় গর্জে উঠেছিল বাঙালিরা। স্বাধিকার আন্দোলনে বাঙালি জাতিকে আরও সুগঠিত ও সুসংগত করতে জাতির পিতার এ ভাষণ ছিল ইতিহাসে অনন্য এক নজির। বাঙালি জাতির জীবনে এক স্মরণীয় দিন।

পরবর্তীতে শিশুকন্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন, ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur