শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৪১

শরীয়তপুরে এসএসসি ৯৮ব্যাচের রজত জয়ন্তী উৎসব ৩ফেব্রুয়ারি

জানুয়ারি ২৬, ২০২৩            

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুরঃ

বন্ধুত্ব শুধু একটি শব্দ নয়, শুধু একটি সম্পর্ক নয়, এটা একটা নিরব প্রতিশ্রুতি। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এসএসসি ব্যাচের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শরীয়তপুরে রজত জয়ন্তী উৎসব পালন করা হবে। আগামী ৩ফ্রেরুয়ারী শুক্রবার  ক্লাব ৯৮’র আয়োজনে পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই রজত জয়ন্তী উদযাপন উৎসবের আয়োজন করা হয়েছে।

ক্লাব ৯৮ এর সদস্য ডাক্তার শেখ মোস্তফা খোকন জানান বিভিন্ন স্কুলের এসএসসি ৯৮ ব্যাচের সহপাঠী বন্ধুদের নিয়ে রজত জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি শরীয়তপুর সদর উপজেলার পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের বন্ধুদের উপস্থিতিতে  স্মৃতি চারণের মাধ্যমে অনুভূতি প্রকাশ, বন্ধুদের আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠবে বিদ্যালয়ের মাঠ। তাই সকল এসএসসি ৯৮ ব্যাচের  বন্ধুদের রেজিস্ট্রেশন করে ৩ ফেব্রুয়ারি পালং পলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থাকার জন্য অনুরোধ রইল।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur