হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
২ জন কম সৌভাগ্যবান ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ এবং ডিনার মিটিং অনুষ্ঠিত হয়। বুধবার রাতে শহরের ফুড ফরেস্ট রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এসময় এপেক্স ক্লাবের সভাপতি সাইদ মাহমুদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের ন্যাশনাল সেক্রেটারী এপেক্সিয়ান এডভোকেট মাসুদুর রহমান, আরও উপস্থিত ছিলেন এডভোকেট রাশিদুল হাসান মাসুম পিপি, এম এম জাহাঙ্গীর পিপি, আব্দুর রব কোতয়াল পিপি, রুহুল আমীন মুন্সী পিপি, সোহেল রানা পিপি, প্রকৌশলী জাহিদ হোসেন পিপি, উৎপল কান্তি সাহা পিপি, মাহবুবুর রহমান পিপি, সাঈদ মোল্যা, নূরুজ্জামান শিপন, সুফিয়া রহমান, সাংবাদিক মিরাজ সিকদার, কাজী মামুন, আব্দুল হক, আতিকুর রহমান, আবুল হোসেন, মোতালেব, সুমন প্রমুখ।
উক্ত ডিনার মিটিংয়ে এপেক্স ক্লাব অব শরীয়তপুর কে ন্যাশনাল পিকনিক এর হোস্টের দায়িত্ব দেওয়ায় জাতীয় বোর্ডের সদস্যদেরকে ধন্যবাদ জানানো হয়। এছারাও আগামী ২০ নভেম্বর ক্লাব এজিএম করার সিদ্ধান্ত গৃহীত হয়। ডিনার সম্পন্ন করে মিটিং এর সমাপ্তি হয়।