শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:০৬

শরীয়তপুরে উদ্যোক্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নভেম্বর ২৪, ২০২১            

মোহাম্মাদ জামাল মল্লিক:

ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ‘ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১’ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ নভেম্বর ২০২১ জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ আম্রকাননে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ এবং জেলার ১৭৪ জন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে সাথে নিয়ে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।এরপর ইউডিসি ও পৌর উদ্যোক্তাগণ তাদের কার্যক্রমের বিভিন্ন সমস্যাসমূহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানের নিকট উপস্থাপন করেন এবং দপ্তর প্রধানগণ সমাধান তুলে ধরেন।

পরবর্তীতে জেলাপ্রশাসক, শরীয়তপুর উদ্যোক্তগণকে সাথে নিয়ে জেলাপ্রশাসকের কার্যালয়ের নিচতলায় নবনির্মিত ‘ব্রান্ডশপ’ এবং ‘ভিশন-২০৪১’ সেন্টারদুটি পরিদর্শন করেন। ‘ভিশন-২০৪১’ সেন্টারটি উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ, কম্পিউটার ও আসবাবপত্র দ্বারা সুসজ্জিত। পরিদর্শনকালে জেলাপ্রশাসক বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এ জেলার তথ্য-প্রযুক্তিতে দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করতে ‘ভিশন-২০৪১’ সেন্টারটি এবং জেলার নিজস্ব পণ্যসমূহকে সকলের নিকট তুলে ধরার উদ্দেশ্যে ‘ব্রান্ডশপ’ নির্মাণ করা হয়েছে। এখন থেকে এই সেন্টারদুটি ‘মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল সন্তান’ অর্থাৎ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের দ্বারা পরিচালিত হবে। ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ‘ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১’ উপলক্ষে এ জেলার সকল উদ্যোক্তাগণকে জেলা প্রশাসনের পক্ষ হতে এটাই উপহার।


এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন, উপরিচালক (স্থানীয় সরকার)আবেদা আফসারী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আসমাউল হুসনা লিজা,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাজিবুল আলম, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, ডামুড্যা পৌরসভার মেয়র রাজা ছৈয়াল, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( রাজস্ব ও ভূমি অধিগ্রহন শাখা )আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয়, রেকর্ড রুম, আরএম,জেএম শাখা, জেনারেল সার্টিফিকেট ও ফ্রন্টডেস্ক শাখা)রেকর্ডরুম মোঃ সাইফুল ইসলাম,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত,ট্রেজারি শাখা ও ফরমস এন্ড স্টেশনা মোঃ পারভেজ প্রমুখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur