শুক্রবার ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৮:১৫

শরীয়তপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই ১৬, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর সদর উপজেলার সোনামুখী এলাকা থেকে ইয়াবাসহ মানিক চেীকিদার (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮। শনিবার ১৬জুলাই বেলা সোয়া ১টায় সদর উপজেলার ঘোরার ঘাট বাজার হইতে বড় সোনামুখী গামী পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী মানিক চেীকিদার বড় সোনামুখী গ্রামের আঃ কাদের চেীকিদারের ছেলে।

র‌্যাব জানান, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ তুহিন রেজা’র নেতৃত্বে  শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী সাকিনস্থ মধ্য সোনামুখী কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে ঘোরার ঘাট বাজার হইতে বড় সোনামুখী গামী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে মানিক চেীকিদারকে ৩৮ পিস ইয়াবা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড, টাকা উদ্ধার করা হয়।

আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং মডেল থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদক আইনে মামলা দিয়ে পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur