সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৫

শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফেব্রুয়ারি ২১, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শরীয়তপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

এরপর পর্যায়ক্রমে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন, বীর মুক্তিযোদ্ধারা, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। প্রত্যুষে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ দিনভর নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur