সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:১২

শরীয়তপুরে আগুনে পুড়ে গেলো জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয় ২০ লাখ টাকার ক্ষতি

এপ্রিল ৩, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুরে আগুনে পুড়ে জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ের আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে যাবতীয় অফিশিয়ালি জরুরি সব কাগজপত্র। রবিবার (২রা এপ্রিল) ভোররাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ভোর ৫ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রয়ণে আনে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাতের দিকে খবর পাই, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে আগুন লেগেছে। পরে ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সংস্থাটির অফিশিয়াল ডকুমেন্টস, আলমারি, চেয়ার-টেবিল, সেলাই মেশিনসহ সেমি পাঁকা ঘরের তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে। এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে, জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলার, চেয়ারম্যান এ্যাড. রওশন আরা বলেন, ভোর ৫ টার দিকে অফিসের পিয়নের কাছে খবর পাই আমাদের অফিসে আগুন লেগেছে। মহিলা সংস্থার আগুনে পুড়ে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে আমাদের অফিশিয়াল ডকুমেন্টস, আলমারি, চেয়ার-টেবিল, সেলাই মেশিনসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু পুড়ে গেছে।  পরে আমি আগুনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur