হৃদয়ে শরীয়তপুর ডেস্ক:
শরীয়তপুরে চিকিৎসাশাস্ত্রের চাহিদা পূরণকল্পে পৌরসভা সংলগ্ন এলাকায় শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১২ সেপ্টেম্বর এ হসপিটাল-এর শুভ উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পীকার এবং ৬বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কর্ণেল(অব:) শওকত আলীর সহধর্মীনী নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী।
শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান এবং বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: সাইফুল হক, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, থাইরোকেয়ার বাংলাদেশ লি: এর প্রেসিডেন্ট ডা. আনোয়ারুল ইকবাল মিতু শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে নির্বাহী পরিচালক গাইনী বিশেষজ্ঞ ডা. তানিনা খালেদ শওকত আলী,। আরও বক্তব্য রাখেন, শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে ম্যানিজিং ডিরেক্টর এ্যাডভোকেট কামাল হামিদী, ভাইস চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান পাহাড়। এছাড়া উপস্থিত ছিলেন, শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে পরিচালক, চিকিৎসক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার জনসাধারণ।
এ সময় বক্তারা শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে এসে চিকিৎসাশাস্ত্রে রোগীরা যাতে সঠিক ও সুন্দর সেবা পায়, সে বিষয়ে তাদের আলোচনা পেশ করেন। শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী হপিটালের উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় হিসেবে ৪০% কমিশন দেওয়ারও ঘোষনা প্রদান করেন। এছাড়া উদ্বোধন উপলক্ষ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন রোগীদের ফ্রি-চিকিৎসা সেবা প্রদান করা হয়।