হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুর আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার ৩ জুন দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গনে এই ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ন্যায়কুঞ্জের ভিওি প্রস্তর উদ্বোধন করেন সুপ্রীমকোর্ট আপীল বিভাগের বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজৎশেখ মফিজুর, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম প্রমুখ।