শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪২

শরীয়তপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুন ২২, ২০২৩            

শরীয়তপুরে ইমাম,খতিব ও আলেম ওলামাদের নিয়ে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২জুন দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ তালুত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার শাওন, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মুহাম্মদ আশরাফ আলী প্রমুখ। এক সময় শরীয়তপুর পৌরসভা ও ১১ টি ইউনিয়ন থেকে ইমাম,খতিব ও আলেম ওলামগণ এসে প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur