হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
“বৃক্ষপ্রাণে প্রবৃত্তি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে শরীয়তপুরে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ জুলাই সকালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা জেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান ।
বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মিজানুর রহমান, বন বিভাগীয় কর্মকর্তা ফরিদপুর গোলাম কুদ্দুস ভুঁইয়া , শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘড়াই, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
শরীয়তপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথ আয়োজন সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার মোট ১৮টি স্টলে বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা প্রর্দশীত ও বিক্রি হচ্ছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।