হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুরে রয়েল কিং রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন সামাদ বেপারীর ভবনের নিচ তলায় এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী ও শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন। এসময় আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন মৃধা, সদস্য ব্যারিস্টার উদয় শওকত আলী, হৃদয় শওকত আলী, শরীয়তপুর প্রিন্ট এন্ড অনলাইন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল মল্লিক প্রমুখ। নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের তিন বন্ধু রিফাত হোসেন মল্লিক, নিরব হাসান ও রাকিব ইসলাম মিলে রয়েল কিং নামে এই রেস্টুরেন্টটি করেছেন।
এখানে পাওয়া যাবে আমেরিকান ব্রেকফাস্ট, ইতালিয়ান খাবার, চাইনিজ খাবার, থাইলেন্ড এর খাবার। গ্রিল বিফ, গ্রিল চিকেন, ক্রিসপি চিকেন, গ্রিল লাম, চিকেন মাসালা,বিফ মাসালা, বিভিন্ন রকমের পিজ্জা, বার্গার। সাথে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা।